চারজোড়া খুদে বই
- Suman Dalui
- Oct 30, 2021
- 2 min read
ছাপা বইয়ের জগৎ বৈচিত্র্যময়। গু-গা-বা-বা ছায়াছবিতে আমরা যেমন মোটাভূত-রোগাভূত-ঢ্যাঙাভূত-বেঁটেভূত-সাদাভূত-কালোভূত ইত্যাদি রকমারি ভূতের পরিচয় পেয়ে আমোদিত হয়েছিলাম, তেমনি বইয়ের জগতেও আমাদের মনোরঞ্জন ও মগজের পুষ্টির জন্য অপেক্ষায় থাকে নানান আকার ও আয়তনের বিচিত্র বিষয়ের রকমারি সব বইপত্র। বুকশেলফে তাদের বহুবর্ণিল উপস্থিতি পাঠকের ব্যাজার মন রাঙিয়ে তুলতে সদাই বদ্ধপরিকর। আজ আমরা আলোচনা করব চারজোড়া খুদে বাংলা বই নিয়ে, যার মধ্যে গল্পের বই সাতটি এবং একটি হল ছড়ার সংকলন। এই ছোট্ট ছোট্ট বইগুলো ১৯৬৭ সালে প্রথম প্রকাশিত হয় চিত্রকর রঘুনাথ গোস্বামীর উদ্যোগে। ছোট্ট ছেলেমেয়েদের ছোট্ট জামার ছোট্ট পকেটে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তিনি বাংলার বৈচিত্র্যময় কিছু লোককাহিনি ও বহুল প্রচলিত কিছু ছড়া-কবিতার সংকলন করেন আটটি খুদে কলেবরের বইতে এবং সেই সমস্ত ছড়া ও কাহিনি সাজিয়ে দেন চমৎকার সব বর্ণময় অলংকরণে। পরম যত্নে নির্মিত বইগুলোর সর্বাঙ্গে লোকগল্প ও লোকমুখে প্রচলিত ছড়ার মাধুর্যের পাশাপাশি ছিল এক সেনসিটিভ ও সেন্সিবল শিল্পীর আদরের ছোঁয়া। ২০০৪ সাল নাগাদ ১৯৬৭-তে প্রথম সংস্করণের পর ক্রমে কালের গর্ভে হারিয়ে যেতে বসা বইগুলোর পুনরুদ্ধার করেন বাংলা গ্রন্থচিত্রণ জগতের আরেক গুণী শিল্পী প্রণবেশ মাইতি। ২০০৫ সালে 'দোয়েল' থেকে নতুন সংস্করণে আবির্ভূত হয় খুদে চারজোড়া বই তাদের চিরন্তন কিউটনেসকে সঙ্গে নিয়ে। আটটি বইয়ের ন'টি নীতিমূলক ও রূপকথাধর্মী কল্পকাহিনি এবং একগুচ্ছ সুস্বাদু ছড়া অন্য আঙ্গিকে অনেকেরই পড়া বা শোনা। কিন্তু এখানে এই ছোট্ট বইগুলোর সান্নিধ্যে সেই পরিচিত কিস্যাগুলোই অন্যরকম পাঠ-অভিজ্ঞতা উপহার দেয়। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন: "আসলে কেউ বড়ো হয় না, বড়োর মতো দেখায়।" এই বইগুলিও তাই মনের মধ্যে শৈশবকে লালন করা সক্কলের খুব ভালো লাগবে, ঘিষাপিটা জীবনের ফাঁকে দু-এক পশলা আনন্দের আবির ছড়িয়ে দেবে। বিদেশে এরকম খুদে বই আকছার দেখা গেলেও বাংলা বইয়ের জগতে সচরাচর দেখা মেলে না এমন মাধুর্যময় মিনিবুকের। তাই সংগ্রাহকরাও নিজেদের বইয়ের তাকের হরেকরকম বইয়ের মাঝে ঠাঁই দিতে পারেন এই সাত ভাই চম্পা ও এক বোন পারুলকে। রঘুনাথ গোস্বামীর পাশাপাশি বইগুলোর দৃষ্টিনন্দন অলঙ্করণগুলি করেছেন যেসব শিল্পী, তাঁরা হলেন সুবীর ভট্টাচার্য, সুহৃদ মুখার্জি এবং দিলীপ ভৌমিক। বইগুলোর মলাট বেশ শক্তপোক্ত মোটা বোর্ডে বাঁধাই না করে আরেকটু নমনীয় বোর্ডে বাঁধাই করা হলে ছোটোদের পক্ষে পড়াটা আরো সহজসাধ্য হত বলে মনে হয়। # মিনি বই সঙ্কলক: রঘুনাথ গোস্বামী প্রকাশক: দোয়েল
Commentaires