top of page
Search

কথাশিল্পী হুমায়ূনের কথকতায় বাদশাহ হুমায়ূন

অন্যান্য মোঘল সম্রাটদের থেকে তিনি একেবারেই আলাদা। তিনি স্বতন্ত্র। আপন ঔজ্জ্বল্যে ভাস্বর। তিনি বাবরপুত্র হুমায়ূন। যুদ্ধবিগ্রহে তাঁর বিশেষ আগ্রহ নেই, মন নেই কূটকৌশল প্রয়োগের মাধ্যমে রাজ্যরক্ষায় বা রাজ্যবিস্তারে। তিনি মগ্ন শের রচনায়, নানাবিধ গ্রন্থপাঠে আর চিত্রকলার চর্চায়। বারবার শের শাহের হাতে তাঁকে পর্যুদস্ত হতে হয়, পালিয়ে বেড়াতে হয় দিল্লি থেকে বাংলা, পাঞ্জাব থেকে কাবুল-কান্দাহার-পারস্যে। তিনি তাঁর উত্তরসূরি শাহজাহান বা ঔরঙ্গজ়েবের মতো ভ্রাতৃহন্তা নন। তিনি ঔদার্যে ভরপুর। ভ্রাতৃস্নেহ তাঁর কাছে তখতের থেকেও বেশি মূল্যবান। তাঁর এই স্নেহ-ভালোবাসা তাঁর দুর্বলতা বলে বিবেচিত হয় যার ফায়দা লুটতে দ্বিধা করে না ভাই কামরান মির্জা থেকে শুরু করে শের শাহ কেউই। কিন্তু হুমায়ূন নিজের মতাদর্শে অনড়, অটল। আর সেখানেই তিনি অন্যদের থেকে আলাদা। আমার অনেকদিন ধরে গুলবদন বেগম রচিত 'হুমায়ূননামা' পড়ার ইচ্ছে ছিল ইংরেজি অনুবাদে। সেই বইটি পড়ার আগে পড়ে নেওয়া গেল হুমায়ূন আহমেদের এই উপন্যাসটি। ইতিহাসের পাঠ্যপুস্তকের বাইরে হুমায়ূন সম্পর্কে পড়াশোনা এই প্রথম। লেখকের সহজ সরল নির্মেদ গদ্য 'বাদশাহ নামদার' উপন্যাসের ইউ.এস.পি। হুমায়ূনের সংক্ষিপ্ত জীবনের অজস্র ঘটনা খুব সুন্দর ভঙ্গিতে উপস্থাপিত হয়েছে। নেই অতিশয়োক্তি বা আবেগের আতিশয্য যা এই ঘরানার উপন্যাস লিখতে গিয়ে অনেক লেখককেই আক্রান্ত করে এবং উপন্যাসটিকে একটি জোলো রচনায় পরিণত করে, হ্রাস করে সাহিত্যগুণ। তবে কিছু জায়গায় প্লটের বুনোট কিঞ্চিৎ আলগা হয়ে লেখাটির মধ্যে সামান্য কিছু অসঙ্গতি তৈরি করেছে যা আরো যত্নবান হলে হয়তো এড়ানো যেতে পারত। কয়েক জায়গায় কাহিনির ঘটনা পরম্পরা বেশ এলোমেলো এবং হরিশংকর নামে লেখক সৃষ্ট চরিত্রটির যাত্রাটিও আরো স্মার্ট ভঙ্গিতে উপস্থাপিত হতে পারত যা লেখকের রোম্যান্টিসিজ়মের প্রভাবে কিছুটা ক্ষুণ্ন হয়েছে। বইটির প্রোডাকশন বেশ ভালো। ছাপার ভুল প্রায় নেই বললেই চলে। বাঁধাই, ছাপা এবং কাগজের মান—সবই প্রশংসাযোগ্য। যাঁরা ইতিহাসাশ্রয়ী উপন্যাস পড়তে ভালোবাসেন, তাঁরা বইটি পড়ে দেখতে পারেন। লাইট রিডিংয়ের পক্ষে আদর্শ, সুখপাঠ্য। হুমায়ূন আহমেদ স্টোরিটেলিং-এর আর্টটি বেশ ভালোই জানেন। আমি তাঁর হিমু বা মিসির আলি সিরিজ়ের বিরাট ভক্ত নই। কিন্তু এই উপন্যাসটি পড়ে তাঁর লেখনীর প্রতি শ্রদ্ধা জানাই। # বাদশাহ নামদার হুমায়ূন আহমেদ অন্যপ্রকাশ ৪০০টাকা প্রচ্ছদ: ধ্রুব এষ

 
 
 

Comments


©2021 by SPOUT BOOKS. Proudly created with Wix.com

bottom of page